বলিউড সেলিব্রেটি হিসেবে ঢাকায় পা রাখতে যাচ্ছেন অভিনেত্রী নার্গিস ফখরি।
জানা গেছে, তিনি গান বাংলার আয়োজনে ‘ফ্যাশন ফরোয়ার্ড উইথ ফারজানা মুন্নী’ শীর্ষক একটি ফ্যাশন শো’তে অংশ নেবেন। শোয়ের দিনক্ষণ ঠিক না হলেও চলছে জোর প্রচারণা। গান বাংলার ফেসবুক পেজে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে নার্গিস ফখরি নিজেই হাজির হয়ে ঢাকাবাসীদের আমন্ত্রণ জানাচ্ছেন ‘ফ্যাশন ফরোয়ার্ড উইথ ফারজানা মুন্নী’তে।
এই আয়োজনটিতে গানবাংলার সঙ্গে থাকছে স্বনামধন্য বিউটি পার্লার কিউবেলা ও ওয়ান মোর জিরো। এখানে মার্কিন সুপারমডেল নার্গিস ফখরির সঙ্গে র্যাম্পে অংশ নেবেন দেশীয় মডেলগণ। থাকবেন এই আয়োজনের প্রতিযোগিতায় অংশ নেয়া একঝাঁক বিজয়ী তরুণ নারী মডেল।
রাজধানীর জনপ্রিয় কোনো একটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ‘ফ্যাশন ফরোয়ার্ড উইথ ফারজানা মুন্নী’। পুরো অনুষ্ঠানটি প্রচার করা হবে গানবাংলা চ্যানেলে, নিশ্চিত করেছেন চ্যানেল মালিক সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপস।