ইন্টারন্যাশনাল বাংলা টেলিভিশন ইউ,এস,এ(IBTV USA)
“যা কিছু চাই সব একই পর্দায়” এই স্লোগান নিয়ে বাংলা ভাষা আর সংস্কৃতিকে ধারণ করে ১৬ ডিসেম্বর ২০২১ সালে আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করে ইন্টারন্যাশনাল বাংলা টিভি- IBTV USA . আই বি টিভি গোটা বিশ্বে বাংলা ভাষাভাষি মানুষের সংস্কৃতির মেলবন্ধন।
বাংলা ভাষা , সংস্কৃতির ধারক বাহক হিসেবে প্রবাসী বাংলাদেশীদের মুখপাত্র হিসেবে কাজ করার প্রতিশ্রুতি IBTV USA. বিশ্ব দরবারে বাংলা সংস্কৃতি, চেতনা, সমাজের চিন্তা ও মূল্যবোধকে উপস্থাপন করতেই আই বি টিভি ইউএসএ এর জন্ম।
আই বি টিভি একঝাঁক তরুণ নিয়ে দেশে ও দেশের বাইরে বিশেষ করে প্রবাসী কোটি দর্শকের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ এবং মানসম্মত অনুষ্ঠান তুলে ধরছে। দৈনন্দিন জীবনের তথ্য, জীবন যাত্রা, সুখ, দু:খ, রাজনীতি, অর্থনীতি মূলধারার খবর নিয়ে IBTV USA আছে প্রবাসীদের সাথে। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ উপস্থাপন অন্যতম অঙ্গীকার। থাকছে বিনোদনের নানান দিক। প্রবাসীদের নানা তথ্য, প্রামান্য ও দেশীয় নানা খবর উপস্থাপনের মাধ্যমে বর্তমানে আইবি টিভি অত্যান্ত জনপ্রিয়।
আইবি টিভির মূল উদ্দেশ্য দেশীয় সংস্কৃতি এবং বাংলার প্রবাসীদের ইতিবাচক কথা সারা বিশ্বের বাংলা ভাষা-ভাষী সহ বিশ্বের মানুষের কাছে তুলে ধরা। নতুন ধারার অনুষ্ঠানের মাধ্যমে আইবি টিভি বাংলা অনুষ্ঠান মালায় নতুনত্ব আনতে নিরলস কাজ করে যাচ্ছে। স্বপ্ন দেখি দর্শকের ভালোবাসা, উৎসাহ আর অনুপ্রেরণাই IBTV USA কে নিয়ে যাবে যাবে সর্বোচ্চ লক্ষ্যে।
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।