news.ibtvusa@gmail.com

929-633-2900

দীর্ঘ দিন পর ফের হাজির হচ্ছেন অনন্ত-বর্ষা

দীর্ঘ দিন পর ফের হাজির হচ্ছেন অনন্ত-বর্ষা

বিনোদন ডেস্ক দৈনিক প্রজন্ম      প্রকাশিত: সকাল ০৭:৩৫, ১১ নভেম্বর ২০২১, বৃহঃস্পতিবার      আপডেট: বিকাল ০৩:৪১, ২৬ অক্টোবর ২০২৫, রবিবার

দীর্ঘ বিরতির পর আবার একসঙ্গে হাজির হচ্ছেন আলোচিত অভিনেতা অনন্ত জলিল ও অভিনেত্রী বর্ষা। ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই দম্পতি ২০১৪ সালে ‘ওয়েলকাম টু’ সিনেমার মাধ্যমে সর্বশেষ একসঙ্গে জুটি বেঁধে বড় পর্দায় হাজির হয়েছিলেন। তারপর দীর্ঘ দিন আর তাদের কোন দেখা মেলেনি।  

সম্প্রতি একটি কোমল পানীয়র বিজ্ঞাপন চিত্রে একসঙ্গে কাজ করলেন এই জুটি। কোক স্টুডিওতে সোমবার এই বিজ্ঞাপন চিত্রের শুটিং শেষ হয়েছে। বিজ্ঞাপন চিত্রটি নির্মাণ করেছেন নাফিস।

বিজ্ঞাপন প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘আমরা অনেক দিন পর ক্যামেরার সামনে দাঁড়ালাম। আমি আর বর্ষা এই বিজ্ঞাপন চিত্রে কাজ করেছি। ’ 

এদিকে ২০১৪ সালের ২৩ নভেম্বর এই দম্পতির ঘর আলো করে আসে প্রথম সন্তান। এজন্যই এতদিন অভিনয় থেকে দূরে ছিলেন বলে জানিয়েছেন অনন্ত জলিল।