শেষ হলো বিয়ে নিয়ে দেশের সবচেয়ে বড় আয়োজন পোরসেলিনা প্রেজেন্টস প্যারাগন ক্যাটারিং ওয়েডিং কার্নিভাল ২০২৫। তিনদিনব্যাপী এই উৎসবের শেষ দিনে ছিল জমজমাট ফ্যাশন শো। এর আগে শুক্রবার রাজধানীর গুলশান শুটিং ক্লাব কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সর্ববৃহৎ ওয়েডিং আয়োজনটি উদ্বোধন করা হয়। জমকালো এ অনুষ্ঠানে অংশ নেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। এছাড়াও উপস্থিত ছিলেন কালারস ম্যাগাজিনের কর্ণধার জাকারিয়া মাসুদ জিকো।
আয়োজনটিতে অংশ নিয়েছে দেশের শীর্ষ ৫০টি ওয়েডিং ও ফুড ব্র্যান্ড। যার মধ্যে রয়েছে মাঞ্জার, কালারস ম্যাগাজিন, গুলশান শুটিং ক্লাব, প্যারাগন ক্যাটারিং, আজোয়া ইভেন্টস, ফরচুন স্কয়ার কনভেনশন, প্যারাগন কনভেনশন হলের মতো ব্র্যান্ডগুলো।
কার্নিভালে দর্শনার্থীরা উপভোগ করেছেন মনোমুগ্ধকর কনসার্ট, ফ্যাশন শো, ডান্স, ডিজে পার্টিসহ নানা বিনোদনমূলক আয়োজন। কার্নিভালে উপস্থিত ছিলেন মনিকা কবীর, বুশরা কবীর, বারিশা হক, দিশা, ফ্যাশন মডেল সৈয়দা রুমাসহ জনপ্রিয় ব্র্যান্ড প্রোমোটাররা। আয়োজনের টাইটেল স্পন্সর হিসেবে ছিল পোরসেলিনা ও সহস্পন্সর হিসেবে ছিল স্বপ্নধরা।