২০২০ সালে যাত্রা শুরু করা আইবিটিভি ইউএসএ ফেসবুক পেজ এখন ১০ লাখের পরিবার। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক জনপ্রিয় এই গণমাধ্যমটি দেশেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে রাজনীতির এপিঠ-ওপিঠ টকশোর মধ্যদিয়ে। ফলে দিনকে দিন হু হু করে বাড়ছে- আইবিটিভি ইউএসএ-এর ফেসবুক পেজে ফলোয়ারের সংখ্যা।
দর্শকদের চাহিদা মাথায় রেখে নিয়মিত টকশো, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে আমেরিকা প্রবাসী বাংলাদেশীদের পছন্দের তালিকায় সবার ওপরে উঠে এসেছে আইবিটিভি।
রোববার সন্ধ্যায় এই সাফল্য উযদাপিত হলো আইবিটিভির ঢাকা কার্যালয়ে। ‘১০ লাখ’ উদযাপন অনুষ্ঠানে কর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন আইবিটিভির প্রধান নির্বাহি কর্মকর্তা মোঃ জাকারিয়া মাসুদ। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব ও রাজনৈতিক বিশ্লেষক আবদুন নূর তুষার।
অনুষ্ঠানে সিইও জাকারিয়া মাসুদ আইবিটিভির দর্শক ও অনুসারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আমন্ত্রিত অতিথি আবদুন নূর তুষার আইবিটিভির সাফল্য কামনা করেন। তিনি সবাইকে আইবিটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ জানান।
এদিন ঢাকা অফিসের স্টুডিও এবং অন্যান্য কার্যক্রম আরও বাড়ানোর ঘোষণা দেন প্রতিষ্ঠানের সিইও। বলেন, নির্বাচনকে সামনে রেখে দর্শক চাহিদা পূরণে টকশো এবং কনটেন্ট তৈরিতে গুরুত্ব দিচ্ছে আইবিটিভি ইউএসএ।