news.ibtvusa@gmail.com

929-633-2900

নির্বাচনের আগে চরম সংকটে এনসিপি

নির্বাচনের আগে চরম সংকটে এনসিপি

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: দুপুর ০১:৩৫, ০৫ অক্টোবর ২০২৫, রবিবার      আপডেট: বিকাল ০৩:৪১, ২৬ অক্টোবর ২০২৫, রবিবার

আর মাত্র দুই মাস পর মাঠে গড়াবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের লড়াই। দীর্ঘ ১৭ বছর পর একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে মুখিয়ে আছে দেশের জনগণ। রাজনৈতিক দলগুলোও সর্বশক্তি দিয়ে সেরে নিতে শুরু করেছে ভোটের প্রস্তুতি। কিন্তু এই নির্বাচন নিয়ে জুলাই গণ অভ্যুত্থানের বিপ্লবীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির মধ্যে এখনো পর্যন্ত শুরু হয়নি কোনো প্রস্তুতি।

ভোটের লড়াইয়ে অংশ নেওয়ার জন্য জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নিশ্চিত কিংবা গণপরিষদ নির্বাচনের শর্ত জুড়ে দিয়েছে তারা। পাশাপাশি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রণয়নের শপথ নিয়ে গড়ে ওঠা সাত মাস বয়সি রাজনৈতিক দলটি এখন লড়াই করছে একের পর এক সংকটের সঙ্গে।

দলীয় সূত্র জানায়, জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারী নেতাদের দল এনসিপির অনেক সম্ভাবনা এবং সুযোগ থাকলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে তারা। তৃণমূলে গড়ে ওঠেনি শক্তিশালী সাংগঠনিক কাঠামো। 

দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি দলের জাতীয় সমন্বয় সভায় এ নিয়ে বলেছেন, ‘সাংগঠনিকভাবে আমাদের যতটা শক্তিশালী হওয়ার কথা ছিল, বিশ্ববিদ্যালয়গুলোতে এবং সারা দেশে, এই এক বছরে সেই সাংগঠনিক শক্তি অর্জন করতে পারিনি।’


এদিকে এখন পর্যন্ত পুরো দলের জন্য একটা সুষম অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্যর্থ হয়েছে এনসিপি। ফলে আর্থিক সংকটের মুখে ধীরগতিতে চলছে তৃণমূলের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম। এ ছাড়া দলীয় প্রতীক ‘শাপলা’ নিয়ে নতুন সংকটের মুখে এনসিপি।