news.ibtvusa@gmail.com

929-633-2900

‘টিউবলাইট’ নিয়ে আসছেন সালমান-শাহরুখ

‘টিউবলাইট’ নিয়ে আসছেন সালমান-শাহরুখ

বিনোদন ডেস্ক, আইবি টিভি ইউ এস এ      প্রকাশিত: সকাল ০৭:৩৫, ১১ নভেম্বর ২০২১, বৃহঃস্পতিবার      আপডেট: বিকাল ০৩:৪১, ২৬ অক্টোবর ২০২৫, রবিবার

বলিউড বাদশা শাহরুখ আর বজরঙ্গি ভাইজান সালমান একসঙ্গে অভিনয় করবেন একথা শোনা যাচ্ছে অনেকদিন ধরে। বিভিন্ন খবর যেভাবে আসে সেভাবেই হাওয়ায় মিলিয়ে যায়।
 
তবে এবার আর জল্পনা নয়। একেবারে সত্যি খবর নিয়ে এসেছেন পরিচালক কবির খান। তার পরবর্তী সিনেমা ‘টিউবলাইটে’ই দেখা যাবে দুজনকে একসঙ্গে।
 
ছবিতে শাহরুখকে কেমন দেখা যাবে তার একটি ছবিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ছবিটিতে দেখা যাচ্ছে, বাঁ-কানে দু’টো মাকড়ি আর ডান চোখের পাশ দিয়ে গালে নেমে আসা ট্যাটুতে বেশ ‘কুলֹ’ শাহরুখ। পাশের দাঁড়িয়ে কবির খান।
 
১৯৬২-এর ভারত-চীন যুদ্ধের পটভূমিতে তৈরী করা কবিরের ‘টিউবলাইট’। নিখোঁজ ভাইয়ের খোঁজে এক মানসিক ভারসাম্যহীন তরুণ ভারত সীমান্ত ছাড়িয়ে চলে যান চীনের মাটিতে। সেখানেই এক চীনা মেয়ের সঙ্গে জমে ওঠে তার প্রেম।
 
ফিল্মে শাহরুখ-সালমানের পাশাপাশি রয়েছেন চিনা অভিনেত্রী জু জু। চলতি বছরে ঈদে মুক্তি পাবে ‘টিউবলাইট’।