news.ibtvusa@gmail.com

929-633-2900

ইসরাইলকে জাতিসংঘের হুঁশিয়ারি

ইসরাইলকে জাতিসংঘের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক, আইবি টিভি ইউ এস এ      প্রকাশিত: সকাল ০৭:৩৫, ১১ নভেম্বর ২০২১, বৃহঃস্পতিবার      আপডেট: বিকাল ০৩:৪১, ২৬ অক্টোবর ২০২৫, রবিবার

ফিলিস্তিনি ভূমি অধিগ্রহণের চেষ্টা করলে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার আশা শেষ হয়ে যাবে বলে ইসরাইলকে হুঁশিয়ার করেছে জাতিসংঘ।

জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি নিকোলাই ম্ল্যাদেনভ আজ নিরাপত্তা পরিষদে বক্তব্য দেয়ার সময় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

কয়েকজন ইসরাইলি মন্ত্রী ফিলিস্তিনি ভূখণ্ডকে এই অবৈধ রাষ্ট্রের সাথে একীভূত করে নেয়ার জন্য বেনইয়ামিন নেতানিয়াহু সরকারের প্রতি আহ্বান জানানোর পর ম্ল্যাদেনভ এ সতর্কবাণী উচ্চারণ করলেন।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইহুদি বসতি নির্মাণ বন্ধ করার আহ্বান জানিয়ে সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস হয়। গত ২৩ ডিসেম্বর পাস হওয়া প্রস্তাবটিতে ভেটো দেয়নি আমেরিকা। পরিষদের বাকি ১৪ দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়।