news.ibtvusa@gmail.com

929-633-2900

সিরিজ বাঁচাতে সালমাদের টার্গেট ২৫২

সিরিজ বাঁচাতে সালমাদের টার্গেট ২৫২

স্পোর্টস ডেস্ক, আইবি টিভি ইউ এস এ      প্রকাশিত: সকাল ০৭:৩৫, ১১ নভেম্বর ২০২১, বৃহঃস্পতিবার      আপডেট: বিকাল ০৩:৪১, ২৬ অক্টোবর ২০২৫, রবিবার

বাঁচা-মরার ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে হলে ২৫২ রান করতে হবে বাংলাদেশ নারী দলের। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ার পর তৃতীয় ম্যাচে জয় পায় স্বাগতিক বাংলাদেশ।

এদিন আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকার মেয়েরা। সর্বোচ্চ রান এসেছে পেরেজের ব্যাট থেকে ৭৯। ১০৮টি বল খেলে ছয়টি চারের সাহায্যে এই রান তোলেন তিনি।

৪৭ রান তুলে তাকে দারুণ সঙ্গ দেন ট্রিওন। শেষ দিকে ১৯ বলে ২৬ করে রানটা বাড়িয়ে নেন নেইক্রেক।

খাদিজাতুল কুবরা ১০ ওভারে ৪৮ রান দিয়ে ৩ উইকেট নেন। রুমানা আহমেদ পান দুটি। সাত ওভার বল করে একটি নেন জাহানারা আলম।