news.ibtvusa@gmail.com

929-633-2900

আগামী বছরের রোজা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা

আগামী বছরের রোজা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: সকাল ১১:০২, ০৪ অক্টোবর ২০২৫, শনিবার      আপডেট: সকাল ১১:০২, ০৪ অক্টোবর ২০২৫, শনিবার

এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির প্রাথমিক জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী বছর সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি।

সোসাইটির চেয়ারম্যান জানান, ১৭ ফেব্রুয়ারি আমিরাত সময় বিকেল ৪টা ১ মিনিটে রমজান মাসের সূচক নতুন চাঁদ উদিত হবে। তবে সেই দিন চাঁদ সূর্যাস্তের মাত্র এক মিনিট পর অস্ত যাবে, ফলে ঐ সন্ধ্যায় চাঁদ দেখা অসম্ভব হবে। এজন্য, রমজান শুরু হবে বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি এমনটাই অনুমান করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কমিটির পর্যবেক্ষণের ওপর নির্ভরশীল।

রমজানের শুরুতে আবুধাবিতে রোজার সময় হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট, যা মাসের শেষে বাড়বে ১৩ ঘণ্টা ২৫ মিনিটে। এ সময় দিনের দৈর্ঘ্য বাড়বে ১১ ঘণ্টা ৩২ মিনিট থেকে ১২ ঘণ্টা ১২ মিনিট পর্যন্ত।

তিনি আরও জানান, রমজান মাস জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ ১৫ মিলিমিটার অতিক্রম করতে পারে, যা এই সময়ে আমিরাতের স্বাভাবিক মৌসুমি গড়ের সাথে সামঞ্জস্যপূর্ণ।

২০২৬ সালের রমজান শুরু হতে আর মাত্র ১৩৮ দিন বাকি।