news.ibtvusa@gmail.com

929-633-2900

যুক্তরাষ্ট্রে তুষারঝড়: ভয়াবহ বিমান দুর্ঘটনা

যুক্তরাষ্ট্রে তুষারঝড়: ভয়াবহ বিমান দুর্ঘটনা

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: বিকাল ০৩:৫৬, ২৮ জানুয়ারী ২০২৬, বুধবার      আপডেট: বিকাল ০৩:৫৯, ২৮ জানুয়ারী ২০২৬, বুধবার

ভয়াবহ শীতকালীন ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। শত শত ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে মেইন অঙ্গরাজ্যের ব্যাংগর আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বেসরকারি জেট বিমান বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার রাত ৮টার দিকে বিমানটি উড্ডয়নের সময় এ দুর্ঘটনা ঘটে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, আটজন আরোহী বহনকারী জেটটি ‘অজ্ঞাত পরিস্থিতিতে’ বিধ্বস্ত হয়। বিমানটি ওড়ার মুহূর্তেই উল্টে গিয়ে থেমে যায় এবং আগুন ধরে যায়। ব্যাংগর বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছেন। 
হিউস্টনভিত্তিক একটি স্থানীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, বিমানটি হিউস্টন থেকে উড্ডয়নের পর, সম্ভবত জ্বালানি নেওয়ার জন্য ব্যাংগরে অবতরণ করেছিল।  তুষারঝড়ের মধ্যে পুনরায় উড্ডয়নের সময় দুর্ঘটনাটি ঘটে। এদিকে যুক্তরাষ্ট্রের শীতকালীন এ ঝড়ে দেশজুড়ে কমপক্ষে ৩৪ জন নিহতের খবর পাওয়া গেছে। ‘ফ্লাইটঅ্যাওয়ার’ জানিয়েছে, সোমবার প্রায় পাঁচ হাজার ফ্লাইট বাতিল হয়েছে। ইতিমধ্যে অন্তত ২৫টি অঙ্গরাজ্যে আবহাওয়া-সংক্রান্ত জরুরি অবস্থা জারি করা হয়েছে।