news.ibtvusa@gmail.com

929-633-2900

এবার ঊর্দু ভাষায় গান গেয়ে চাওয়া হলো ভোট

এবার ঊর্দু ভাষায় গান গেয়ে চাওয়া হলো ভোট

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: বিকাল ০৩:৫২, ২৮ জানুয়ারী ২০২৬, বুধবার      আপডেট: বিকাল ০৩:৫৯, ২৮ জানুয়ারী ২০২৬, বুধবার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ আসনের প্রার্থী সিদ্দিকুল আলমের পক্ষে উর্দু ভাষায় প্রচারণার এক ব্যতিক্রমী চিত্র ফুটে উঠেছে। স্থানীয় প্রায় ৬০ হাজার উর্দুভাষী ভোটারের কাছে লাঙ্গল প্রতীকের বার্তা পৌঁছে দিতে মাইকে উর্দু গান ও বক্তব্য ব্যবহার করা হচ্ছে। এই অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়ে বিহারী ক্যাম্পের নেতারা মনে করছেন, এর ফলে সাধারণ মানুষ প্রার্থীর উদ্দেশ্য আরও সহজে বুঝতে পারবেন। আগে কখনও এমন আড়ম্বরপূর্ণ উর্দু প্রচার না হওয়ায় স্থানীয় ঊর্দুভাষী জনগোষ্ঠীর মধ্যে বিশেষ উৎসাহ দেখা দিয়েছে। মূলত একটি বড় অংশের ভোটারদের নিজস্ব ভাষায় সংলাপে সম্পৃক্ত করাই এই প্রচারণার মূল লক্ষ্য। নির্বাচনের এই সাংস্কৃতিক বৈচিত্র্য ভোটারদের আকৃষ্ট করার একটি কার্যকর কৌশল হিসেবে কাজ করছে।