news.ibtvusa@gmail.com

929-633-2900

বিএনপিতে ঝুঁকছে জাতীয় পার্টি!

বিএনপিতে ঝুঁকছে জাতীয় পার্টি!

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: বিকাল ০৩:২১, ১১ জানুয়ারী ২০২৬, রবিবার      আপডেট: বিকাল ০৩:৫৯, ২৮ জানুয়ারী ২০২৬, বুধবার

রীতিমত জমে উঠেছে নির্বাচনের মাঠ। অনেকটা পেছনে পড়ে থাকা জাতীয় পার্টি এই নির্বাচনে লড়বে। তবুও দলটির নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেওয়া শুরু করেছে। সমর্থন করছে বিএনপির প্রার্থীদের।  খাগড়াছড়িতে জাতীয় পার্টির ৬১ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শনিবার রাতে জেলা সদরের কলাবাগান এলাকার বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার বাসভবনের হলরুমে এ যোগদানের আয়োজন করা হয়।
যোগদানকারীদের মধ্যে দিঘীনালা উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি চান মিয়া, সহ-সভাপতি খলিলুর রহমান, দপ্তর সম্পাদক রফিকুল ইসলামসহ ৬১ নেতাকর্মী রয়েছেন। 
এ সময় তারা ওয়াদুদ ভূইয়ার হাতে ফুলের তোড়া তুলে দেন। পরে ফুল দিয়ে তাদের বরণ করে নেন বিএনপির নেতাকর্মীরা। 
এ সময় সদ্য যোগ দেওয়া দীঘিনালা উপজেলায় জাতীয় পার্টির সিনিয়র সহ-সভপতি চান মিয়া বলেন, ধানের শীষের মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তখন আমাদের এলাকায় সড়ক নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। তাই আমরা আজ বিএনপিতে যোগ দিয়েছি।
যোগদানের বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টি খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক মিথিলা রোয়াজা বলেন, কয়েকজন দল পরিবর্তন করতেই পারে। তারা কেউ গুরত্বপূর্ণ পদে ছিল না। ফলে এতে আসন্ন নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।