news.ibtvusa@gmail.com

929-633-2900

হাদি হত্যাচেষ্টায় সাভারের রিসোর্টে চলে সাড়ে তিন ঘণ্টার গোপন বৈঠক

হাদি হত্যাচেষ্টায় সাভারের রিসোর্টে চলে সাড়ে তিন ঘণ্টার গোপন বৈঠক

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: দুপুর ০১:০৮, ১৭ ডিসেম্বর ২০২৫, বুধবার      আপডেট: দুপুর ০১:১৩, ১৭ ডিসেম্বর ২০২৫, বুধবার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার পরিকল্পনার উদ্দেশ্যে সাভারের একটি রিসোর্টে গোপন বৈঠক হয় বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। সূত্র জানায়, গত শুক্রবার ভোরে সাভারের মধুমতি মডেল টাউনের গ্রিন জোন রিসোর্টে সাড়ে তিন ঘণ্টাব্যাপী ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

গোয়েন্দা তথ্যমতে, ওইদিন ভোর ৫টা ২৩ মিনিট থেকে সকাল ৮টা ৫৪ মিনিট পর্যন্ত রিসোর্টের একটি কক্ষে ওই বৈঠক চলে। এর আগে বৃহস্পতিবার রাত আনুমানিক তিনটার দিকে আলমগীর ‘গ্রীন জোন’ রিসোর্টের কর্মী হাবিবুর রহমানের মাধ্যমে ২০৪ নম্বর কক্ষটি বুকিং দেন। পরে রাত চারটা আট মিনিটে আলমগীরের পরিচয়ে দুই নারী কক্ষে প্রবেশ করেন। পরে ভোর পাঁচটা ২৫ মিনিটে আলমগীর আরো একজনকে সঙ্গে নিয়ে ওই কক্ষে অবস্থান নেন। সকাল আটটা ২৫ মিনিটে চারজন একসঙ্গে কক্ষ ত্যাগ করেন। 

গোয়েন্দা পর্যবেক্ষণে জানা যায়, ওই সময় কক্ষে হাদি হত্যাচেষ্টায় জড়িত কিলিং মিশনের প্রধান শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান, তার বান্ধবী মারিয়া এবং আলমগীর হোসেনসহ চারজন মিলিত হন। এ সময় তারা হাদিকে হত্যার পরিকল্পনা করেন বলে অভিযোগ রয়েছে। মোবাইলে রেকর্ডকৃত তাদের অডিও পরিকল্পনা এখন গোয়েন্দাদের হাতে রয়েছে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী গত ১৩ ডিসেম্বর মারিয়াকে গ্রেপ্তার করে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গ্রিন জোন রিসোর্টের দুটি সিসিটিভি ফুটেজ তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। রিসোর্টটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিদর্শন করে তল্লাশি করেছেন।