news.ibtvusa@gmail.com

929-633-2900

শুটার ফয়সালের বাবাকে গ্রেপ্তারের পর অবশেষে উদ্ধার হলো সেই অস্ত্র

শুটার ফয়সালের বাবাকে গ্রেপ্তারের পর অবশেষে উদ্ধার হলো সেই অস্ত্র

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: দুপুর ০১:০৩, ১৭ ডিসেম্বর ২০২৫, বুধবার      আপডেট: দুপুর ০১:১৩, ১৭ ডিসেম্বর ২০২৫, বুধবার

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় হত্যাচেষ্টায় ব্যবহৃত তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব।
এতে বলা হয়, ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুনকে ফয়সালের শ্বশুরবাড়ি নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় পুকুর থেকে হত্যাচেষ্টায় ব্যবহৃত ৩টি অস্ত্র উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে বিজয়নগর এলাকায় শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। 
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালানোর সঙ্গে জড়িত সন্দেহে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং আলমগীর হোসেনকে শনাক্ত করে। এ ঘটনায় ফয়সাল করিমের স্ত্রী, প্রেমিকা ও শ্যালককে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়েছে পুলিশ।