news.ibtvusa@gmail.com

929-633-2900

হাদিকে গুলি করা সেই অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার

হাদিকে গুলি করা সেই অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: দুপুর ০১:১৮, ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার      আপডেট: দুপুর ০১:২৯, ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করা অস্ত্রের গুলিসহ ম্যাগাজিন উদ্ধার করেছে র‍্যাব। মঙ্গলবার র‍্যাবের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে। র‍্যাব সূত্র আরও জানায়, এ ঘটনার প্রধান সন্দেহভাজন ফয়সালের বোনের বাসার পাশের একটি জায়গা থেকে ম্যাগাজিনটি উদ্ধার করা হয়।

এদিকে, একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে শরিফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যাওয়া দুজন সন্দেহভাজন ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে। সূত্র জানিয়েছে, ওই দুই সন্দেহভাজন– ফয়সাল ও আলমগীর শুক্রবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। ঘটনার পরপরই তারা একটি প্রাইভেট কারে প্রথমে মিরপুর থেকে আশুলিয়া, পরে গাজীপুর হয়ে ময়মনসিংহে ঢোকে। ময়মনসিংহে এসে সেই প্রাইভেট কার পালটে ফেলে তারা অন্য আরেকটি প্রাইভেট কারে উপজেলার ধারাবাজার পেট্রোল পাম্পে পৌঁছায়। সেখান থেকে স্থানীয় এক ব্যক্তি তাদের মোটরসাইকেলযোগে ভুটিয়াপাড়া সীমান্তে নিয়ে যান। তাদের সীমান্ত পার করে ভারতে পাঠিয়ে দেয়া হয়, পরে আরেকজন তাদের রিসিভ করে নিয়ে যান।

গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন হাদি। তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে অস্ত্রোপাচার শেষে উন্নত চিকিৎসার জন্য রাতে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানেই গত কয়েকদিন তার চিকিৎসা চলে। তবে অবস্থা আশঙ্কাজনক এবং তেমন কোনও উন্নতি না হওয়ায় তাকে গতকাল সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার হয়।