ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনার প্রধান সন্দেহভাজন ফয়সল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী, শ্যালকসহ তিনজনকে আটক করেছে র্যাব। তবে ফয়সল করিমের কোনো খোঁজ এখনো বের করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
ফয়সলের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও বান্ধবী মারিয়াকে আটক করা হয়েছে বলে র্যাবের সদর দপ্তরের গণমাধ্যম শাখার একটি সূত্র নিশ্চিত করেছে। সূত্র বলেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। তাদেরকে রোববার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাতে যোগাযোগ করা হলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, রোববার সন্ধ্যার পর র্যাব নারায়ণগঞ্জ ও ঢাকায় পৃথক এলাকায় অভিযান চালিয়ে ফয়সল করিমের স্ত্রী, শ্যালক ও বান্ধবীকে আটক করে। আইন মেনে আটকের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই সন্ধ্যায় তাদের পল্টন থানায় সোপর্দ করা হয়।
মামলা তদন্তের সঙ্গে যুক্ত র্যাবের এক কর্মকর্তা বলেন, হাদিকে গুলি করার আগে ফয়সল করিম একাধিকবার তার স্ত্রী, শ্যালক ও বান্ধবীর সঙ্গে মোবাইলে কথা বলেছেন। হামলায় তাদের সম্পৃক্ততা থাকতে পারে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত বেরিয়ে আসবে। হাদিকে গুলির ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিমকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন জায়গায় অভিযান চালালেও এখনো তার হদিস পাওয়া যায়নি।