ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন, এমন আলোচনার মধ্যে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আফিস মাহমুদ সজীব ভূঁইয়া। এক মাস আগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করা উপদেষ্টা আসিফ মাহমুদ বুধবার বেলা ৩টায় সচিবালয়ে সমসাময়িক বিষয়ে ব্রিফিং করবেন বলে মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তরের এক ‘জরুরি’ বার্তায় বলা হয়েছে। জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিনের এ বার্তায় বলা হয়েছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সমসাময়িক বিষয় নিয়ে একটি প্রেস ব্রিফিং করবেন। তফশিল ঘোষণার সময় ঘনিয়ে আসার মধ্যে উপদেষ্টার ডাকা এই প্রেস ব্রিফিংয়ে সংবাদমাধ্যম কর্মীদের ‘বিশেষভাবে’ আমন্ত্রণ জানানো হয়েছে।
গত ৯ নভেম্বর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছিলেন, ঢাকার কোনো একটি আসন থেকে ‘স্বতন্ত্র’ প্রার্থী হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে লড়তে চান তিনি। ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করবেন কিনা, এমন প্রশ্নে তিনি বলেছিলেন, কোন আসন থেকে নির্বাচন করবেন, তা চূড়ান্ত হয়নি। আসিফ মাহমুদ বলেন, আমি নির্বাচনে নিশ্চিতভাবে অংশ নেব। কবে নাগাদ পদত্যাগ করব, সেটা সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপরও অনেক কিছুটা নির্ভর করছে, আলোচনা করে সে বিষয়েও দ্রুতই আপনাদের জানাব।
আজ অথবা কাল তফশিল ঘোষণা করার কথা রয়েছে কমিশনের। উপদেষ্টা পদে থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না বলে ইতোমধ্যে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম। সমসাময়িক বিষয়ে উপদেষ্টা আফিস মাহমুদ প্রেস বিফ্রিং করার যে ঘোষণা দিয়েছেন সেখানে তার পদত্যাগ বা নির্বাচনে প্রার্থী হওয়া না হওয়া বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে।