news.ibtvusa@gmail.com

929-633-2900

আজই পদত্যাগ করছেন উপদেষ্টা আসিফ?

আজই পদত্যাগ করছেন উপদেষ্টা আসিফ?

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: দুপুর ০১:৪৩, ১০ ডিসেম্বর ২০২৫, বুধবার      আপডেট: দুপুর ০১:৪৩, ১০ ডিসেম্বর ২০২৫, বুধবার

সবকিছু ঠিকঠাক থাকলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তপশিল কাল ঘোষণা হবে। তপশিল ঘোষণার এই সময়সীমার মধ্যেই অন্তর্বর্তী সরকারে ছাত্র প্রতিনিধি হিসেবে থাকা দুই উপদেষ্টার বহুল আলোচিত পদত্যাগ ইস্যুতেও চূড়ান্ত হচ্ছে আজ। এর মধ্যে স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজই পদত্যাহ করছেন এমনটি প্রায় নিশ্চিত বলে তার ঘনিষ্ঠ একাধিক সূত্রে জানা গেছে ।

তবে অন্তর্বর্তী সরকারে ছাত্র প্রতিনিধি হিসেবে থাকা আরেক উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ এখনো অনিশ্চিত। তার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই উপদেষ্টা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। পদত্যাগের বদলে উপদেষ্টা পরিষদে থাকার বিষয়টিও বিবেচনায় রাখছেন তিনি। সব মিলিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নির্বাচনকালীন বা নির্বাচন-পরবর্তী সময়ে এই দুই ছাত্র উপদেষ্টার পরবর্তী গন্তব্য কোথায় হচ্ছে—তা নিয়ে দেশের রাজনীতির ময়দানে কৌতূহলের পারদ আরও চড়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে জুলাই আন্দোলনের সহযোদ্ধাদের গড়া দল—জাতীয় নাগরিক পার্টি। এ দলটিতেই যোগ দিতে পারেন দুই ছাত্র উপদেষ্টা—এমন আলোচনা এরই মধ্যে বেশ জোরালো হয়েছে। এনসিপির অভ্যন্তরীণ পর্যায়েও এ নিয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানা গেছে। তবে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। এনসিপির সঙ্গে তাদের কিছু টানাপোড়েনও রয়েছে। শেষ পর্যন্ত সমঝোতা না হলে এই দুই উপদেষ্টা অন্য কোনো রাজনৈতিক গন্তব্যের দিকেও নজর দিতে পারেন।