news.ibtvusa@gmail.com

929-633-2900

ঢাকা-১০ আসনের উপদেষ্টা আসিফকে গ্রিন সিগনাল দিল বিএনপি?

ঢাকা-১০ আসনের উপদেষ্টা আসিফকে গ্রিন সিগনাল দিল বিএনপি?

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: বিকাল ০৪:১০, ০৯ নভেম্বর ২০২৫, রবিবার      আপডেট: দুপুর ০১:৪৯, ১৩ ডিসেম্বর ২০২৫, শনিবার

ঢাকা-১০ আসনের ভোটার হতে যাচ্ছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বিকেল ৩টায় তিনি ধানমন্ডি থানার নির্বাচন অফিসে গিয়ে ভোটার হিসেবে নাম নিবন্ধনের জন্য আবেদন করেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
কিছুদিন আগে একটি টকশোতে আসিফ মাহমুদ আগামী নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি ঢাকা থেকে ভোট দেওয়ার বিষয়েও উল্লেখ করেন। এখন ঢাকা-১০ আসনের ভোটার হলে তিনি এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি আরও প্রাসঙ্গিক হবে। 
ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে ঢাকা-১০ নির্বাচনী আসনটি গঠিত। জামায়াতে ইসলামী ইতিমধ্যেই এই আসনের প্রার্থী ঘোষণা করেছে, তবে বিএনপি এখনও এখানে প্রার্থী চূড়ান্ত করেনি। ধারণা করা হচ্ছে, এনসিপির সাথে জোট হলে, আসিফ মাহমুদকে এই আসন ছাড়বে বিএনপি। অনেকে বলছেন, সেই গ্রিন সিগনাল পেয়েই হয়তো এখানকার ভোটার হচ্ছেন তিনি।