news.ibtvusa@gmail.com

929-633-2900

বদলে গেল জাতীয় নির্বাচনে ভোটগ্রহণের সময়

বদলে গেল জাতীয় নির্বাচনে ভোটগ্রহণের সময়

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: বিকাল ০৪:৩২, ০৮ ডিসেম্বর ২০২৫, সোমবার      আপডেট: বিকাল ০৪:৩৫, ০৮ ডিসেম্বর ২০২৫, সোমবার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একইসঙ্গে অনুষ্ঠিত হওয়ায় ভোটগ্রহণের সময় পরিবর্তন করা হয়েছে। এছাড়াও গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে ভোটের সময় এক ঘণ্টা বৃদ্ধি করা এবং পঙ্গু, বয়স্ক ও সন্তানসম্ভবা মাসহ বিশেষ সহায়তা দেওয়ার জন্য কেন্দ্রে সুনির্দিষ্ট নির্দেশনা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভার পর নির্বাচন কমিশনার সানাউল্লাহ এসব সিদ্ধান্তের কথা জানান। সভায় সিইসি ছাড়াও অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সময় ব্যবস্থাপনার জন্য নেওয়া সিদ্ধান্তগুলো ব্যাখ্যা করে কমিশনার সানাউল্লাহ বলেন, ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। ভোট এখন সকাল সাড়ে ৭টায় শুরু হবে এবং চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত । যে সব ভোট কক্ষে স্থান সংকুলান হবে, সেগুলোতে একাধিক মার্কিং প্লেস স্থাপন করা হবে। যেখানে বুথ বাড়ানোর জায়গা নেই, সেখানে প্রয়োজনে একটি আলাদা বুথ তৈরি করতে হবে।

প্রবাসী ও ইন-কান্ট্রি পোস্টাল ব্যালট বিষয়ে তিনি জানান, প্রবাসী এবং দেশের অভ্যন্তরে পোস্টাল ভোটিংয়ের বিষয়েও কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  আজ থেকে প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট ছাপানোর কাজ শুরু হবে এবং পরশুদিন থেকে বিদেশে পাঠানো শুরু হবে। সেই সঙ্গে পোস্টাল নিবন্ধনের সময়সীমা ২৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া তফসিল ঘোষণার দিন থেকে শুরু করে ১৫ দিনব্যাপী ইন-কান্ট্রি পোস্টাল ভোটিংয়ের জন্য নিবন্ধন কাজ শুরু হবে।

প্রচার সামগ্রী অপসারণ ও নিষেধাজ্ঞার বিষয়ে সানাউল্লাহ বলেন, আচরণবিধি নিশ্চিত করতে প্রচার সামগ্রী অপসারণ এবং অন্যান্য বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে ৪৮ ঘণ্টা সময় দিয়ে সব ধরনের প্রচার সামগ্রী সরানোর নির্দেশ দেওয়া হবে। না সরালে আচরণবিধির আওতায় ব্যবস্থা নেওয়া হবে। 

 ভোটগ্রহণের দিন সাধারণ ছুটি থাকবে।  ব্যালট পেপার আগের রাতে দেওয়া হবে।