news.ibtvusa@gmail.com

929-633-2900

ফের অনিশ্চিত খালেদা জিয়ার বিদেশ যাত্রা?

ফের অনিশ্চিত খালেদা জিয়ার বিদেশ যাত্রা?

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: বিকাল ০৩:০১, ০৭ ডিসেম্বর ২০২৫, রবিবার      আপডেট: বিকাল ০৩:০৪, ০৭ ডিসেম্বর ২০২৫, রবিবার

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার বিষয়টি ঝুলন্ত অবস্থায় আছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সব প্রস্তুতি থাকলেও শারীরিক অবস্থা বিবেচনায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় তার বিদেশযাত্রার বিষয়টি। বিএনপি চেয়ারপার্সনকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার বিষয়টি কদিন ধরেই আলোচনায়। কখনো তার শারীরিক অবস্থা, আবার কখনো এয়ার অ্যাম্বুলেন্স আসতে বিলম্ব–– এমন নানা কারণ বলা হচ্ছে তার বিদেশযাত্রার প্রশ্নে।

শুক্রবার বিকেলে খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়া এবং তার শারীরিক অবস্থা নিয়ে আবারও কথা বলেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, বিএনপি চেয়ারপার্সন এখন যে শারীরিক অবস্থায় রয়েছেন তাতে ১০ থেকে ১২ ঘণ্টা বিমানে ভ্রমণ করতে পারবেন কি না এটিই চিকিৎসকদের মূল চিন্তার বিষয়। অবশ্য তাকে নিয়ে যাওয়ার ব্যাপারে গত বৃহস্পতিবার একবার গ্রিন সিগনাল দিয়েছিল মেডিকেল বোর্ড। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যেই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নিয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিলেন জাহিদ হোসেন।

তবে শনিবার তিনি বলছেন, বিমান ভ্রমণের সময় হাই-অলটিটিউডে যে শারীরিক ধকল সহ্য করতে হয় সেটি মানিয়ে নেওয়ার জন্য খালেদা জিয়ার শরীর এখনো প্রস্তত কি না চিকিৎসকরা সেটি বিবেচনায় রাখছেন। "খালেদা জিয়ার শারীরিক অবস্থাই বলে দেবে কখন বা কবে তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে। 

এদিকে কাতার বা অন্য কোনো দেশ থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসার বিষয়ে জাহিদ হোসেন বলেন, কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স না আসাতে তার বিদেশ যাওয়া বিলম্ব হয়েছে। তবে এয়ার অ্যাম্বুলেন্স মূল বিষয় নয়, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ীই পদক্ষেপ নেওয়া হবে।