news.ibtvusa@gmail.com

929-633-2900

সাভারে যাত্রীবাহী বাসে ডাকাতি: মালামাল লুট, আহত ১০

সাভারে যাত্রীবাহী বাসে ডাকাতি: মালামাল লুট, আহত ১০

সাগর ফরাজী, সাভার প্রতিনিধি, আইবি টিভি ইউ এস এ      প্রকাশিত: সকাল ০৭:৩৫, ১১ নভেম্বর ২০২১, বৃহঃস্পতিবার      আপডেট: বিকাল ০৩:৪১, ২৬ অক্টোবর ২০২৫, রবিবার

ঢাকা জেলার সাভার উপজেলায় হেলপার ও চালকসহ বাসে থাকা যাএীদের জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির কারার সময় ডাকাতদের হামলায়হেলপার ও চালকসহ বাসের অন্তত ১০ জন আহত হয়েছেন। 

বুধবার ভোর ৪টার দিকে রজনীগন্ধ নামে একটি বাসে এ ডাকাতির ঘটনা ঘটে। 

ডাকাতরা ঘণ্টা দুই ধরে বিভিন্ন স্থান থেকে যাএী নিয়ে ডাকাতরা তাদের কাছ থাকা টাকা ও বিভিন্ন পণ্য লুটে নেয়। পরে বাসটি শিমুলতলা এলাকায় ফেলে রেখে চলে যায় ডাকাত দল।

বাসের যাএী দের থেকে যানা যায় , ভোর ৪টার দিকে হঠাৎ করে যাত্রীবেশে থাকা একদল ডাকাত হেলপার ও চালককে ধরে বাসের পেছনের দিকে নিয়ে বেঁধে রাখে এবং তাদের একজন বাস চালায়। এসময় একজন প্রতিবাদ করায় তাকে বেঁধে রাখে ডাকাতরা। এরপর বাসের যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন সেটসহ প্রায় লক্ষাধিক টাকার পণ্য লুটে নেয় তারা। এভাবে সাভারের শিমুলতলা এলাকায় বাস থামিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

পুলিশ জানান, খবর পেয়ে শিমুলতলায় গিয়ে বাস পরিদর্শন করা হয়েছে। বাসে থাকা আহত যাএীদের সাভারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনাকে কেন্দ্র করে সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।