news.ibtvusa@gmail.com

929-633-2900

জিম্মিদের মরদেহ উদ্ধারের দাবিতে বিক্ষোভে উত্তাল তেল আবিব

জিম্মিদের মরদেহ উদ্ধারের দাবিতে বিক্ষোভে উত্তাল তেল আবিব

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: বিকাল ০৩:৩৪, ২৬ অক্টোবর ২০২৫, রবিবার      আপডেট: বিকাল ০৩:৪১, ২৬ অক্টোবর ২০২৫, রবিবার

আবারও বিক্ষোভে উত্তাল হলো ইসরায়েলের রাজধানী তেল আবিব। গাজায় আটকে থাকা বাকি ইসরায়েলি জিম্মিদের মরদেহ উদ্ধারের দাবিতে শনিবার সড়কে জড়ো হয় শত শত মানুষ।
এদিন তেল আবিবের হোস্টেজ স্কয়ারে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেয় তারা। নিহত জিম্মিদের ছবি হাতে আন্দোলনে অংশ নেয় পরিবারের সদস্যরা।
প্রতিবাদী ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্লোগান দেয় আন্দোলনকারীরা। সরকারের প্রতি বাকি ১৩ জিম্মির মরদেহ ফিরিয়ে আনার দাবি জানায় তারা।
এর আগে গাজার প্রতিরোধ অক্ষ জানায়, ইসরায়েলি জিম্মিদের মরদেহ আটকে রাখার কোনো উদ্দেশ্য নেই তাদের। তবে উদ্ধার সরঞ্জামের অভাবে মরদেহগুলো উদ্ধারে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।