news.ibtvusa@gmail.com

929-633-2900

বয়লার বিস্ফোরণে দগ্ধ তিনজনের মৃত্যু

বয়লার বিস্ফোরণে দগ্ধ তিনজনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি      প্রকাশিত: সকাল ০৭:৩৫, ১১ নভেম্বর ২০২১, বৃহঃস্পতিবার      আপডেট: বিকাল ০৩:৪১, ২৬ অক্টোবর ২০২৫, রবিবার

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে চালকলের বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তিন শ্রমিক মারা গেছেন। আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে সকাল ১০টা, বেলা ২টা ও বিকেল ৪টার দিকে তিনজন মারা যান। ওই তিনজন হলেন—শিয়ালকোল গ্রামের সাকেরা বেওয়া (৪৮), ছবের আলী (৫০) ও তাঁর স্ত্রী জাহানারা খাতুন (৪০)। ( age 40)

শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান শেখ জানান, গত ১১ জানুয়ারি বুধবার সন্ধ্যায় শিয়ালকোল বাজারে অবস্থিত শামীম তালুকদারের চাতালে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাঁচজন দগ্ধ হন। তাঁদের উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকেরা ওই তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করার পরামর্শ দেন। পাঁচ দিন পর আজ একদিনেই তিনজন মারা গেলেন। 
চাতাল মালিক শামীম তালুকদার জানান, নিহতদের মরদেহ ঢাকা থেকে সিরাজগঞ্জে আনা হচ্ছে। তাঁদের দাফনের ব্যবস্থা করা হচ্ছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। তবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।