যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে আবারো গুলিতে একজন মার্কিন নাগরিকের মৃত্যুর পর ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ করছে সেখানকার মানুষ।
রাজ্যের গভর্নর টিম ওয়ালজ সেখান থেকে ফেডারেল এজেন্টদের সরিয়ে নিতে আবারো প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহবান জানিয়েছেন। আমেরিকানদের উদ্দেশ্যে তিনি বলেছেন, "এটি একটি সন্ধিক্ষণ"।
এদিকে নিজের সামাজিক মাধ্যমে সোশ্যাল ট্রুথ-এ দেওয়া পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়ালজ এবং মিনিয়াপোলিসের মেয়র জেকব ফ্রে-র উচিত 'রাজ্যের কারাগারে থাকা সব বন্দিকে দেশ থেকে বহিষ্কারের জন্য কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া।
ওদিকে শনিবার অ্যালেক্স প্রেট্টির হত্যাকাণ্ডের পর এ ঘটনার আগ মুহূর্তে যা ঘটেছে তা নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে রাজ্য ও ফেডারেল কর্মকর্তাদের দিক থেকে।
গুলির যেসব ভিডিও ছড়িয়ে পড়েছে সেসব বিষয়ে জানতে চাইলে বর্ডার পেট্রল কমান্ডার গ্রেইগ বভিনো বলেছেন, সত্য উদঘাটনের জন্য তদন্ত হওয়া দরকার।