মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহর ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন হাজারও শ্রমিক ও শিক্ষার্থী। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বর্ষপূর্তিতে পালিত হয় এই প্রতিবাদ কর্মসূচি। বামপন্থি সংগঠন, বিভিন্ন শ্রমিক ইউনিয়ন এবং তৃণমূল পর্যায়ের সংগঠনগুলো এই কর্মসূচির আয়োজন করে। আইসিই ও জোরপূর্বক অভিবাসী নির্বাসনের পরিকল্পনার বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন বিক্ষোভকারীরা। রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের পরিস্থিতি চরম আকার ধারণ করে গত ৭ জানুয়ারি। যখন মিনিয়াপোলিসে আইসিই কর্মকর্তার গুলিতে রেনি গুড নামের একজন নারী নিহত হন। এরপর থেকেই বাসিন্দাদের সঙ্গে ফেডারেল কর্মকর্তাদের মুখোমুখি সংঘর্ষ বাড়তে থাকে। মিনেসোটার গভর্নর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যে ন্যাশনাল গার্ড মোতায়েন করলেও বিক্ষোভ থামেনি এখনো। মিনিয়াপোলিসে শুরু হওয়া বিক্ষোভ মঙ্গলবার আরও কিছু শহরে ছড়িয়ে পড়ে। এদিন ওয়াশিংটন ডিসি ও নর্থ ক্যারোলাইনার অ্যাশভিলের মতো শহরগুলোয় হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হয়ে প্রতিবাদ জানান। ‘আইসিই চাই না’, ‘কেকেকে চাই না’, ‘ফ্যাসিবাদী যুক্তরাষ্ট্র চাই না’সহ বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। ওহাইওর ক্লিভল্যান্ডে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এবং নিউ মেক্সিকোর সান্তা ফে-তে হাইস্কুলের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে এই প্রতিবাদে অংশ নেয়।