news.ibtvusa@gmail.com

929-633-2900

শেখ হাসিনার রায়ের পর বৈঠকে বিএনপি, কি করতে যাচ্ছে?

শেখ হাসিনার রায়ের পর বৈঠকে বিএনপি, কি করতে যাচ্ছে?

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: দুপুর ০১:৫৬, ১৮ নভেম্বর ২০২৫, মঙ্গলবার      আপডেট: বিকাল ০৩:০৪, ০৭ ডিসেম্বর ২০২৫, রবিবার

দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ইস্যু। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হওয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর এই সাজা ঘোষণা করেন আদালত। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই রায় ঘোষণার পর রাতে বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। সেখানেও উঠে আসে শেখ হাসিনার শাসনামলে চালানো নির্যাতন, অনিয়মসহ নানা বিষয়।

সোমবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির সভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ এর ছাত্র-গণঅভ্যূত্থানের মধ্যদিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। অবশেষে ছাত্র-গণঅভ্যূত্থানে ছাত্র-জনতা-শ্রমিক, নারী-শিশুসহ সহশ্রাধিক নাগরিকের আত্মদান, অন্ধত্ব, চিরপঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে শেখ হাসিনা ও আওয়ামী বাকশালী শাসনামলের পতন হয়েছে। 

তিনি বলেন, সারা বিশ্বের জনমত এবং বাংলাদেশের জনগণের দাবী ও প্রত্যাশা ছিল যেন পতিত স্বৈরাচার ও তার দোষরদের মানবতাবিরোধী ও নৃশংস, জঘন্য হত্যাকাণ্ড এবং গণহত্যা অপরাধের বিচার করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দুই দোষরের বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে। একই সাথে অন্যান্য মামলায় অভিযুক্তদের সুবিচারের দাবী জানায় বিএনপি।