আবারো আলোচনায় হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহান। হ্যাঁ, এবার অবশ্য নেতিবাচক কোন খবরে না, ভাল খবরই দিয়েছেন বিশ্ব ভক্তশ্রোতাদের। তাকে নিয়ে এবারের আলোচনার কারণ, বিশ্ব মিডিয়ায় খবর রটেছে তিনি ইসলাম ধর্ম গ্রহন করেছেন বলে। তার কারণও অবশ্য এভাবে ব্যাখা করা হয়েছে, লোহান তার অফিসিয়াল টুইটার ও ইন্সটাগ্রামে নিজের ছবির পরিবর্তে বায়োগ্রাফিতে ইংরেজিতে লিখেছেন ‘আলাইকুম সালাম বা Alaikum salam’। আর এই লেখার রেশ ধরে ...