অনেককে তুলনা দিতে শোনা যায়, ‘আমি সূর্যের মতো একা’, কিন্তু এই উপমা এখন আর হয়ত ধোপে টিকবে না। কারণ রাশিয়ার সাকহালিন দ্বীপে ঘটেছে অদ্ভুত এক ঘটনা। একই সময়ে আকাশে দেখা গেছে দুটি সূর্য। দ্বীপটির মানুষ এমন দৃশ্য দেখে অবাক হয়ে গেছেন। অদ্ভুত দৃশ্যকে ক্যামেরায় ধরেও রাখা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এটি একটি প্রাকৃতিক ঘটনা। একে ‘সান ডগ’ বলা হয়।
বিশেষজ্ঞরা জানান, এটি সানডগ। বায়ুমণ্ডলীয় অপটিক্যাল ইফেক্ট। সানডগকে কখনও কখনও মক সান বা পারহেলিয়া বলা হয়। এটিকে সূর্যের পাশে উজ্জ্বল আলোর ছায়া বা দাগের মতো দেখা যায়। যা কখনও বামপাশে, কখনও ডানপাশে এবং মাঝে মাঝে দুই পাশে দেখা যায়।
তারা আরও বলছেন, এটা একটি ভ্রম। মূলত ওই অঞ্চলের তাপমাত্রা এতটা কমে গেছে যে বাতাসে বরফের স্ফটিক তৈরি হয়েছে। সেই কারণে সূর্য একাধিক স্থানে দেখা দিয়েছে। প্রকৃতপক্ষে, আকাশে একটি সূর্যই ছিল।