news.ibtvusa@gmail.com

929-633-2900

পুতিনের এক হুঙ্কারে চুপসে গেলেন ট্রাম্প

পুতিনের এক হুঙ্কারে চুপসে গেলেন ট্রাম্প

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: দুপুর ০২:০৬, ১৮ অক্টোবর ২০২৫, শনিবার      আপডেট: বিকাল ০৩:৪১, ২৬ অক্টোবর ২০২৫, রবিবার

রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে শুক্রবার তৃতীয়বারের মতো হোয়াইট হাউজে বৈঠকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এ কথা বলেন ট্রাম্প।
জেলেনস্কিকে ‘স্পষ্ট ও সরাসরি’ বক্তব্যে ট্রাম্প জানান, এ মূহূর্তে ইউক্রেনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দেওয়া হবে না। যেগুলো রাশিয়ায় আঘাত হানতে পারে।
ট্রাম্প বলেন, ‌আশা করি ইউক্রেনের টমাহক ক্ষেপণাস্ত্রের প্রয়োজন হবে না, আশা করি আমরা টমাহকের কথা না ভেবেই যুদ্ধ শেষ করতে পারব।
বৈঠক শেষ হওয়ার পর ট্রাম্প যুদ্ধের বর্তমান অবস্থার ওপর যুদ্ধবিরতি চুক্তি করার ওপর জোর দেন। অর্থাৎ রুশ বাহিনী ইউক্রেনের যেসব অঞ্চল দখল করেছে সেগুলো তাদের অধীনে রেখেই ইউক্রেনকে যুদ্ধবিরতি করতে হবে।
জেলেনস্কি বলেন, তিনি ও প্রেসিডেন্ট ট্রাম্প দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে আলাপ করেছেন। তবে এ বিষয়ে জনসমক্ষে ‘আমরা কোনো কথা না বলার সিদ্ধান্ত নিয়েছি। কারণ, যুক্তরাষ্ট্র চায় না মস্কোর সঙ্গে উত্তেজনা তৈরি হোক’। এর আগে পুতিন ট্রাম্পকে টমাহক ক্ষেপণাস্ত্র না দেওয়ার বার্তা দেন।