প্রায় দেড় বছর ক্ষমতাচ্যুৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের আশ্রয়ে রয়েছেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যেই তাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে। এই আবহে ঢাকা হাসিনাকে ফেরত চেয়ে দ্বিতীয়বার চিঠি দিয়েছে দিল্লিকে। ভারত থেকে এ বিষয়ে তেমন সাড়া পাওয়া যায়নি।
শনিবার হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে প্রশ্ন করা হয়, শেখ হাসিনা কি যতদিন ইচ্ছা, ততদিন ভারতে থাকতে পারেন? উত্তরে জয়শঙ্কর বলেন, ‘শেখ হাসিনা এখানে একটা নির্দিষ্ট পরিস্থিতিতে এসেছিলেন। আমার মনে হয়, তার সঙ্গে যা ঘটেছে তার পেছনেও সেই পরিস্থিতিই রয়েছে। কিন্তু আবারও বলছি, এটা এমন একটা বিষয় যেখানে তাকে মনস্থির করে সিদ্ধান্ত নিতে হবে।’
ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, ‘ভারত সবসময়ই বাংলাদেশের মঙ্গল কামনা করে। আমি নিশ্চিত, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে ফলাফল সামনে আসবে, তার পরে ভারতের সঙ্গে সম্পর্কের প্রতি ভারসাম্যের দৃষ্টিভঙ্গি থাকবে বাংলাদেশের এবং পরিস্থিতির উন্নতি হবে।’