ইতিহাস বিকৃত করে নতুন করে ইতিহাস লিখে বাংলাদেশের ভবিষ্যৎ গঠনের চেষ্টা এই দেশের মানুষ কখনো মেনে নিবে না বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সোহেল তাজ। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লিখেছেন।
পোস্টে সোহেল তাজ লিখেছেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ, জাতীয় সংগীত আর জাতীয় পতাকা বাদ দিয়ে ইতিহাস বিকৃতি বা আড়াল করে নতুন করে ইতিহাস লিখে বাংলাদেশের ভবিষ্যৎ গঠনের চেষ্টা এই দেশের মানুষ কখনো মেনে নিবে না।
তার এই ফেসবুক পোষ্ট ঘিরে নেটিজেনদের মাঝে চলছে জল্পনা কল্পনা
এর আগে ১২ নভেম্বর সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আমেরিকার উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।