news.ibtvusa@gmail.com

929-633-2900

হাসিনার ভুলের কথা স্বীকার করলেন জয়

হাসিনার ভুলের কথা স্বীকার করলেন জয়

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: বিকাল ০৩:৪৮, ২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার      আপডেট: বিকাল ০৩:৪১, ২৬ অক্টোবর ২০২৫, রবিবার

হাসিনা সরকারের কিছু প্রাথমিক ‘ভুল’ ছিল বলে স্বীকার করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তবে বিক্ষোভকারীদের ওপর নৃশংস দমন-পীড়নে অভিযুক্ত সরকারের বিষয়ে তিনি জাতিসংঘের প্রতিবেদনের সঙ্গে দ্বিমত পোষণ করেন। বৃহস্পতিবার এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি স্বীকার করেন জয়।
জয় জানান, জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছিল, আন্দোলনে প্রায় এক হাজার ৪০০ মানুষ নিহত হতে পারে। যেখানে স্বাস্থ্য উপদেষ্টার তথ্যানুসারে নিহতের সংখ্যা প্রায় ৮০০। তিনি বলেন, সব মৃত্যুই ‘দুঃখজনক’ এবং প্রতিটি ঘটনার বিস্তারিত তদন্ত হওয়া উচিত। তবে গত বছরের সহিংসতায় জড়িত আন্দোলনকারীদের দায়মুক্তি দেওয়ায় ইউনূস সরকারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন তিনি। জয় আরও অভিযোগ করেন, ড. ইউনূসের সরকার শেখ হাসিনার বিরুদ্ধে এক ধরনের ‘উইচ-হান্ট’ বা রাজনৈতিক প্রতিশোধমূলক অভিযান শুরু করেছে, যার অংশ হিসেবে হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।