সিরাজগঞ্জের রায়দৌলত পুর উচ্চ বিদ্যালয়ে “নিবৃত আলোর শিখা” সংগঠনের উদ্যোগে আগামী ২৬ শে জানুয়ারী ২০১৭ তারিখ রোজ-বৃহস্পতিবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। “নিবৃত আলোর শিখা” সংগঠনের উদ্যোগে এলাকার গরীব, দুস্থ ও অসহায় মানুষদের সাহায্যার্থে তহবিল সংগ্রহ কল্পে এক মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন উক্ত সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো : শরীফ উদ্দিন সরকার।
তিনি আর বলেন, এ মেডিকেল ক্যাম্পে সেবা নেওয়ার জন্য প্রত্যেককে রেজিষ্ট্রেশন ফি বাবদ ৫০ টাকা করে দিতে হবে।
যে সব বিষয়ে রোগী দেখা হবেঃ
মেডিসিন, ডায়েবেটিকস, সার্জারি, নিউরোসার্জারি, গাইনী ও শিশু রোগ।
উক্ত ক্যাম্পে যারা রোগী দেখবেনঃ
ডাঃ মোঃ সামসুল হুদা (নিপুন)
এম.বি.বি.এস, বি.সি.এস, এফ.সি.পি.এস (শেষ পর্ব)এম.এস নিউরোসার্জারী কোর্স
সহকারী রেজিষ্টার রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী।
ডাঃ আয়শা সিদ্দিকা (তনু)
এম.বি.বি.এস, বি.সি.এস, এফ.সি.পি.এস (শেষ পর্ব) গাইনী
সহকারী সার্জন, রাজশাহী
ডাঃ মোঃ শাহিদুজ্জামান ভূঁইয়া (নাহিদ)
এম.বি.বি.এস, রংপুর মেডিকেল কলেজ, মেডিকেল অফিসার (শিশু)
এর আগে ০৫/০১/২০১৭ তারিখে “নিবৃত আলোর শিখা” সংগঠনের সাধারণ সভায় সকলের উপস্থিতিতে -সংগঠনের ২০১৭ সালের কর্ম-পরিকল্পনায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উক্ত মেডিকেল ক্যাম্পে সেবা নিয়ে গরীব , দুস্থ ও অসহায় মানুষদেরকে সহায়তা আমাদের পাশে দাড়ান।
সার্বিক তত্তাবধাণেঃ নিবৃত আলোর শিখা -কার্যালয়ঃ রায়দৌলতপুর, কামারখন্দ, সিরাজগঞ্জ
যোগাযোগঃমোঃ বেনজীর আহমেদ(০১৭১৭-৬৪৬৩৯৮)এবং মোঃ শরীফ উদ্দিন(০১৭৩৭-১০৮৩০৪)