news.ibtvusa@gmail.com

929-633-2900

কীর্তনখোলা নদী থেকে হাত পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার

কীর্তনখোলা নদী থেকে হাত পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার

কল্যান কুমার চন্দ, বরিশাল প্রতিনিধি, আইবি টিভি ইউ এস এ      প্রকাশিত: সকাল ০৭:৩৫, ১১ নভেম্বর ২০২১, বৃহঃস্পতিবার      আপডেট: বিকাল ০৩:৪১, ২৬ অক্টোবর ২০২৫, রবিবার

নগরীর কীর্তনখোলা নদী থেকে হাত ও পা বাঁধা অজ্ঞাতনামা (৫৫) বছরের অর্ধগলিত এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।

কাউনিয়া থানার এসআই মোঃ মহিউদ্দিন জানান, কীর্তনখোলা নদীর নগরীর মোহাম্মদপুর এলাকা থেকে ভাসমান অবস্থায় হাত ও পা বাঁধা অর্ধগলিত পুরুষের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাত থেকে আটদিন আগে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। তবে লাশের শরীরে কোন কাটা বা ক্ষতের চিহ্ন নেই।