উজিরপুরে গৃহবধূকে গণধর্ষণ করে ভিডিও, গ্রেফতার ১
কল্যান কুমার চন্দ, বরিশাল প্রতিনিধি, আইবি টিভি ইউ এস এ
প্রকাশিত: সকাল ০৭:৩৫, ১১ নভেম্বর ২০২১, বৃহঃস্পতিবার
আপডেট: বিকাল ০৩:৪১, ২৬ অক্টোবর ২০২৫, রবিবার
উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজিরপার গ্রামের এক রিকসা চালকের স্ত্রী ও দুই সন্তানের জননীকে (২৮) গণধর্ষণ করে ভিডিও চিত্র ধারণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষিতা গৃহবধূ বাদি হয়ে পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ মামলার অন্যতম আসামি শামীম মহাজনকে গ্রেফতার করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছেন।
এজাহার সূত্রে জানা গেছে, গত ১৪ ডিসেন্বর সন্ধ্যায় ওই নারীকে ডাবেরকুল বাজারের ছোটগলি দিয়ে যাওয়ার সময় সোহেল তালুকদারের দোকানে পূর্ব থেকে ওৎপেতে থাকা একই এলাকার শামীম মহাজন মুখ চেঁপে জোরপূর্বক দোকানের ভিতরে টেনে হেঁচরে নিয়ে যায়। এসময় সেখানে থাকা শামীমসহ তার সহযোগী সেলিম বেপারী, সোহেল তালুকদার ও আলী জাকের বেপারী পালাক্রমে ওই নারীকে ধর্ষণ করে। অন্যান্যরা ধর্ষণ করার সময় শামীম তার মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে। এসময় শামীমকে সহযোগীতা করে সান্টু বেপারী। ধর্ষণ শেষে ওইরাতেই ধর্ষিতাকে তার বাড়ির কাছে পৌঁছে দিয়ে ধর্ষকেরা এ ঘটনা কাউকে জানালে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। ঘটনার দুইদিন পর সোমবার রাতে উজিরপুর মডেল থানায় উলে¬খিত পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন ধর্ষিতা নারী।
থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন জানান, মামলাটি রেকর্ড করেই আসামিদের গ্রেফতারের জন্য বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। মঙ্গলবার রাতে মামলার অন্যতম আসামি শামীম মহাজনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। ইকবাল হোসেন আরও জানান, ধর্ষিতা নারীকে ডাক্তারী পরীক্ষার জন্য আজ বুধবার সকালে বরিশাল শেরে-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।