নিউইয়র্ক সিটি মেয়র পদে ডেমোক্রেটিক দলের প্রার্থী জোহরান মামদানি তার মুসলিম পরিচয়কে ঘিরে প্রতিপক্ষের ‘বর্ণবাদী ও ভিত্তিহীন আক্রমণ’-এর জবাবে এক আবেগঘন ভাষণ দিয়েছেন। রোববার থেকে শুরু হতে যাচ্ছে আগাম ভোটগ্রহণ, আর তার ঠিক একদিন আগে শুক্রবার ব্রঙ্কসের এক মসজিদের বাইরে দাঁড়িয়ে তিনি এই বক্তব্য দেন।
মামদানি বলেন, তার প্রতিদ্বন্দ্বীরা রাজনীতিতে ঘৃণাকে কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। তিনি বলেন, এই ইসলামোফোবিয়া শুধু আমাকে নয়, নিউইয়র্কের প্রায় ১০ লাখ মুসলিমকেও প্রভাবিত করছে।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি আরও বলেন, নিউইয়র্কে মুসলিম হিসেবে জন্ম নেওয়া মানেই অপমানের মুখোমুখি হওয়া। কিন্তু সেই অপমান আমাদের ভেঙে দেয় না, বরং সহ্য করার ক্ষমতাই আমাদের আলাদা করে।
মামদানি জানান, তার প্রচারণা মূলত জীবনযাত্রার ব্যয় ও সাশ্রয়িতা ইস্যুকে কেন্দ্র করে গড়ে উঠলেও সাম্প্রতিক দিনগুলোতে ইসলামফোবিয়া প্রতিদ্বন্দ্বীদের মধ্যে এক ধরনের ঐকমত্যের রূপ নিয়েছে।