জুলাই সনদ ঘোষণাপত্রের দিন জুলাই যোদ্ধাদের উপর পুলিশের বর্বর হামলার প্রতিবাদে সভা হয়েছে নিউইয়র্কে। "গ্লোবাল এনআরবি প্রবাসী ঐক্য পরিষদ" মুনা হাফজা এবং তৌকির আহমেদের নেতৃত্বে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় । সেই সভায় বক্তব্য রাখেন জি এম নিলয়, তানভীর হোসাইন তন্ময়, রওশন হক, এম এইচ পাহলভী, সেলিনা উদ্দিনসহ আরও অনেকে। সেখানে আলোচকরা বলেন, বর্তমান পুলিশ বাহিনী থেকে ফ্যাসিস্টদের দোসরদের বহিস্কার এবং পূর্ণঘটনের বেপারে জোর দাবি করা হয় এবং একের পর এক আগুন সন্ত্রাসের বিরুদ্ধে ইন্টেরিম সরকারের উদাসীনতায় ব্যাপক উদ্বেগের। বক্তব্য শেষে সকল সদস্যরা গোটা জ্যাকসন হাইটস এলাকা পায়ে হেঁটে প্রদক্ষিন এবং গণসংযোগ করেন ।
প্রতিবাদ সভার সার্বিক সমন্বয়ে ছিলেন এম এইচ পাহলভী, আশরাফুল হান্নান পরাগ এবং সালওয়া শা।