news.ibtvusa@gmail.com

929-633-2900

'এরপর আর বাকি থাকে কী!'

'এরপর আর বাকি থাকে কী!'

তোয়াহা ফারুক      প্রকাশিত: সকাল ০৭:৩৫, ১১ নভেম্বর ২০২১, বৃহঃস্পতিবার      আপডেট: বিকাল ০৩:৪১, ২৬ অক্টোবর ২০২৫, রবিবার

পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা হয়েছে। হামলায় মির্জা ফখরুল ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলটির কয়েকজন নেতা আহত হয়েছেন।


হামলার পর বিএনপির প্রতিনিধি দলটি রাঙ্গামাটি না গিয়ে চট্টগ্রাম ফেরত আসেন। সেখানে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, 'এটা গণতন্ত্রের প্রতি আঘাত।'


হামলার ঘটনায় নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, 'এরপর আর বাকি থাকে কী! আমরা তো সেখানে কোনো রাজনৈতিক কর্মসূচিতে যাইনি। এরপর তারা আর কী চায়? সময় এসেছে রাস্তায় নামার।'


আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা সদরের ইছাখালী এলাকায় এই হামলা হয় বলে জানান মির্জা ফখরুল।


মির্জা ফখরুলের গাড়িবহরে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'এটা দুঃস্বপ্নের মতো। কোনো সভ্য, গণতান্ত্রিক দেশে এই ধরনের আচরণ আশা করা যায় না।'


এদিকে এই হামলার প্রতিবাদে রাজধানীতে বিএনপির পল্টন কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। সেখান থেকে ৪ জনকে আটক করেছে পুলিশ।


যমুনা অনলাইন: টিএফ