news.ibtvusa@gmail.com

929-633-2900

ভারতের নতুন চাল; কূটনীতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে দিল্লি

ভারতের নতুন চাল; কূটনীতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে দিল্লি

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: সন্ধ্যা ০৬:৩৮, ২২ জানুয়ারী ২০২৬, বৃহঃস্পতিবার      আপডেট: বিকাল ০৩:৫২, ২৪ জানুয়ারী ২০২৬, শনিবার

‘নিরাপত্তাজনিত’ কারণে কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশে থাকা সব মিশন থেকে ‘সরিয়ে নেওয়ার’ সিদ্ধান্ত নিয়েছে ভারত। দেশটির সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে। কূটনীতির ভাষায় বাংলাদেশকে একটি ‘নন-ফ্যামিলি’ পোস্টিং হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তবে আনুষ্ঠানিকভাবে এখনো এ ব্যাপারে কোনো ঘোষণা আসেনি বলে একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়।

এ সিদ্ধান্তের অধীনে ঢাকায় দেশটির হাইকমিশনসহ বাংলাদেশে থাকা পাঁচটি মিশনই ‘নন-ফ্যামিলি’ পোস্টিং হওয়ার কথা। তবে পাঁচটি কূটনৈতিক মিশন ‘পূর্ণ সক্ষমতায় কার্যক্রম’ চালিয়ে যাবে বলে বিষয়টি সম্পর্কে জানেন এমন কর্মকর্তাদের উদ্ধৃত করে গতকাল খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। বাংলাদেশে থাকা ভারতের পাঁচটি মিশনের মধ্যে রয়েছে ঢাকার হাইকমিশন এবং চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটে চারটি সহকারী হাইকমিশন।

দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিক টানাপোড়েন ও কিছু ঘটনাপ্রবাহের মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে হওয়া বিক্ষোভের পর উভয় দেশই নয়াদিল্লি ও ঢাকাসহ তাদের মিশনগুলোতে নিরাপত্তা জোরদার করেছে। ঢাকায় গত ডিসেম্বরে ওসমান হাদি নিহত হওয়ার পর চট্টগ্রামে ভারতীয় মিশনের বাইরে সহিংস বিক্ষোভও হয়। সর্বশেষ তারকা ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছে। এসব নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে বাংলাদেশের পরবর্তী নির্বাচনের সপ্তাহ তিনেক আগে ভারতের এমন সিদ্ধান্ত নেওয়ার খবর দিল দেশটির সংবাদমাধ্যম।