news.ibtvusa@gmail.com

929-633-2900

২১ বছর পর চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান

২১ বছর পর চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: বিকাল ০৩:৪৪, ২৪ জানুয়ারী ২০২৬, শনিবার      আপডেট: বিকাল ০৩:৫২, ২৪ জানুয়ারী ২০২৬, শনিবার

দীর্ঘ দুই দশক পর নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আজ চট্টগ্রামে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সকালে গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন এ কথা জানান।  
মাহদী আমিন চট্টগ্রামের কর্মসূচি নিয়ে বলেন, রোববার ৯টা ৩০ মিনিটে স্থানীয় একটি হোটেলের হল রুমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০০ জন শিক্ষার্থীদের নিয়ে ইয়ুথ পলিসি টকে অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরপর তিনি চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে অংশ নেবেন। সমাবেশ শেষ করে তিনি যাত্রাপথে ফেনীতে পাইলট স্কুল খেলার মাঠে অনুষ্ঠিত নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখবেন। এরপর যাত্রাপথে তিনি কুমিল্লায় যথাক্রমে চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ, সোয়াগাজী ডিগবাজির মাঠ এবং দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তিনটি পৃথক নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখবেন। এরপর যাত্রাপথে তিনি নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে নির্বাচনি সমাবেশে যোগ দেবেন। দিনভর কর্মসূচি শেষে ঢাকায় ফিরবেন তারেক রহমান।