news.ibtvusa@gmail.com

929-633-2900

আজান শুনে বক্তব্য থামিয়ে দিলেন তারেক রহমান

আজান শুনে বক্তব্য থামিয়ে দিলেন তারেক রহমান

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: সন্ধ্যা ০৬:২৯, ২২ জানুয়ারী ২০২৬, বৃহঃস্পতিবার      আপডেট: বিকাল ০৩:৫২, ২৪ জানুয়ারী ২০২৬, শনিবার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির নির্বাচনি প্রচার শুরু হলো পূণ্যভূমি সিলেট থেকে। আজ সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বক্তব্য দেওয়ার সময় যোহরের নামাজের আজানের সময় হয়ে যায়। আজান শুনে বক্তব্য থামিয়ে দেন তিনি।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৩৫ মিনিটে মঞ্চে ওঠেন তারেক রহমান। এর পর দুপুর ১টার দিকে বক্তব্য শুরু করেন। একটু পরই মসজিদের মাইক থেকে আজানের শব্দ এলে বক্তব্য বন্ধ করে দেন। 
এর আগে প্রথম নির্বাচনি জনসভায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দিতে শুরু করেন দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া সকাল থেকেই সিলেটের বিভিন্ন এলাকা থেকে জনসভাস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা।  
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়েছে।