news.ibtvusa@gmail.com

929-633-2900

বরিশালে চার রোহিঙ্গা নারী-পুরুষ আটক

বরিশালে চার রোহিঙ্গা নারী-পুরুষ আটক

কল্যান কুমার চন্দ, বরিশাল প্রতিনিধি, আইবি টিভি ইউ এস এ      প্রকাশিত: সকাল ০৭:৩৫, ১১ নভেম্বর ২০২১, বৃহঃস্পতিবার      আপডেট: বিকাল ০৩:৪১, ২৬ অক্টোবর ২০২৫, রবিবার

নগরীর আমতলার মোড় এলাকা থেকে মঙ্গলবার ভোরে মিয়ানমার থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করা চার রোহিঙ্গা নারী ও পুরুষকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, মিয়ানমারের নাপপুরা এলাকার মোঃ হোসেন আহম্মেদ (২৭), তার বোন আমিনা খাতুন (১৬), বালিবাজার এলাকার সৈয়দ হোসেন (৫০) ও তার কন্যা ইয়াসমিন (১৭)। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ মোঃ আওলাদ হোসেন জানান, ভোরে অটোরিক্সাযোগে নগরীর আমতলা এলাকা অতিক্রম করছিল মিয়ানমারের চার রোহিঙ্গা নাগরিক। এসময় টহল পুলিশ অটোরিক্সাটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে সন্দেহ হয়। এরপর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আটককৃতরা জানায়, তারা মিয়ানমারের চলমান নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে। ওসি আরও জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করে আটককৃতদের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর প্রস্তুতি চলছে।