news.ibtvusa@gmail.com

929-633-2900

মিঠু হত্যা: খুলনায় বিএনপি'র আধাবেলা হরতাল

মিঠু হত্যা: খুলনায় বিএনপি'র আধাবেলা হরতাল

এফআর      প্রকাশিত: সকাল ০৭:৩৫, ১১ নভেম্বর ২০২১, বৃহঃস্পতিবার      আপডেট: বিকাল ০৩:৪১, ২৬ অক্টোবর ২০২৫, রবিবার

বিএনপি নেতা সরদার আলাউদ্দিন মিঠু হত্যার প্রতিবাদে আধাবেলা হরতাল চলছে খুলনা জেলায়। সকাল ৬টা থেকে শুরু হওয়া হরতাল শেষ হবে বেলা ১২টায়। 

বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল বাড়ছে। কিছু কিছু এলাকায় দোকানপাটও খুলেছে। হত্যাকারীদের বিচারের দাবিতে নগরীতে সকালে কালো পতাকা মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। এর আগে সকালে বিক্ষোভ মিছিল করে যুবদল। আইনশৃঙ্খলা রক্ষায় নগরীর বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। গতকাল হরতালসহ চার দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি।  বৃহস্পতিবার রাতে ফুলতলার দামোদর এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত হন খুলনা জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক সরদার আলাউদ্দিন মিঠু ও তার দেহরক্ষী নওশের।

যমুনা অনলাইন- এফআর