news.ibtvusa@gmail.com

929-633-2900

শ্যামল কান্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

শ্যামল কান্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

যমুনা অনলাইন      প্রকাশিত: সকাল ০৭:৩৫, ১১ নভেম্বর ২০২১, বৃহঃস্পতিবার      আপডেট: বিকাল ০৩:৪১, ২৬ অক্টোবর ২০২৫, রবিবার

এমপিওভুক্ত করে দেয়ার প্রলোভন দেখিয়ে এক শিক্ষিকান কাছ থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা ঘুষ নেয়ার মামলায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।


আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালত ওই পরোয়ানা জারি করেন।


নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম এর সত্যতা নিশ্চিত করে জানান, ঘুষ গ্রহণের মামলায় বুধবার শুনানি ছিল। শুনানি শেষে আদালত শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।


এমপিওভুক্ত করে দেয়ার প্রলোভন দেখিয়ে শিক্ষক শ্যামল কান্তি ভক্ত স্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষক মোর্শেদা বেগমের কাছ থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন বলে অভিযোগ এনে ওই শিক্ষক মামলা করেন। দীর্ঘ তদন্তের পর পুলিশ ৪ জনকে সাক্ষী দেখিয়ে আদালতে অভিযোগপত্রটি দাখিল করে।


প্রসঙ্গত, ধর্ম অবমাননার কথিত অভিযোগে এমপি সেলিম ওসমান কর্তৃক লাঞ্ছনার শিকার হয়ে গত বছর আলোচনায় এসেছিলেন শ্যামল কান্তি ভক্ত।


/কিউএস