জম্মু ও কাশ্মীর ভারতের ভূখণ্ড নয় এবং এটি কখনই ভারতের ভূখণ্ড হিসেবে স্বীকৃতি পাবে না। মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এমন কথা বলেছে পাকিস্তান।
‘আমি স্পষ্ট করে বলতে চাই, কাশ্মীর ভারতের অংশ নয়, ছিলও না এবং হবেও না। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এক বক্তৃতায় পাকিস্তান মিশনের কাউন্সিলর এবং রাজনৈতিক সমন্বয়কারী গুল কায়সার সারওয়ানি এ কথা বলেন।
তিনি বলেন, ‘জম্মু ও কাশ্মীর আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বিতর্কিত অঞ্চল। এটি কেবল পাকিস্তানের নয়; এটি জাতিসংঘেরও বিষয়। ভারত নিজেই বিষয়টি নিরাপত্তা পরিষদে নিয়ে গেছে এবং জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোটের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের জনগণকে তাদের ভবিষ্যৎ নির্ধারণের অনুমতি দেয়ার বাধ্যবাধকতা মেনে নিয়েছে।
সারওয়ানি আরও বলেন, অথচ তার পরিবর্তে, ভারত বিশাল সামরিক উপস্থিতি বজায় রাখে, মৌলিক স্বাধীনতা দমন করে, স্বাধীন কণ্ঠস্বরকে রোধ করে এবং ভূখণ্ডের জনসংখ্যাগত চরিত্র পরিবর্তনের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করে – যা আন্তর্জাতিক আইন এবং দখলদার শক্তি হিসেবে তার আইনি বাধ্যবাধকতার চরম লঙ্ঘন।
এদিকে, সিন্ধু জল চুক্তি সম্পর্কে সারওয়ানি বলেন, সিন্ধু জল চুক্তি নিয়ে ভারতের
পদক্ষেপ সংকীর্ণ রাজনৈতিক লাভের জন্য অস্ত্র হিসেবে ব্যবহারের শামিল।