news.ibtvusa@gmail.com

929-633-2900

জাপানে ফের ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা

জাপানে ফের ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: দুপুর ০১:৫৮, ১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার      আপডেট: দুপুর ০১:৪৯, ১৩ ডিসেম্বর ২০২৫, শনিবার

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরপরই সুনামি সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা ৪৪ মিনিটে আওমোরি প্রিফেকচারের উপকূলে ২০ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।
ওই অঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার বড় ভূমিকম্প আঘাত হানার মাত্র কয়েকদিন পরই এই ভূ-কম্পন আঘাত হানল।
সোমবারের ভূমিকম্পের পর, সরকার উত্তরে হোক্কাইডো থেকে টোকিওর পূর্বে চিবা পর্যন্ত বিস্তৃত অঞ্চলের বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে। সেইসঙ্গে এক সপ্তাহের মধ্যে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার শঙ্কা বৃদ্ধির জন্য সতর্ক থাকতে বলেছে।