news.ibtvusa@gmail.com

929-633-2900

শ্যুটার ফয়সালের অস্ত্রভান্ডার নিয়ে মুখ খুলল স্ত্রী

শ্যুটার ফয়সালের অস্ত্রভান্ডার নিয়ে মুখ খুলল স্ত্রী

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: বিকাল ০৪:৪৩, ২১ ডিসেম্বর ২০২৫, রবিবার      আপডেট: দুপুর ০২:০৩, ২৪ ডিসেম্বর ২০২৫, বুধবার

জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে গুলি করা সাবেক ছাত্রলীগ ক্যাডার ফয়সাল করিম মাসুদের রয়েছে নিজস্ব একাধিক অবৈধ আগ্নেয়াস্ত্র। এসব অস্ত্র চাঁদাবাজি, টেন্ডারবাজি ও হত্যাসহ নানা অপকর্মে ব্যবহার হতো। মাঝেমধ্যে ভাড়ায়ও দেওয়া হতো। নিজ বাসার ডাইনিং টেবিলের নিচে বিশেষ কায়দায় তৈরি করা ড্রয়ারে রেখে দিত ওইসব আগ্নেয়াস্ত্র। এ বিষয়টি পরিবারের সবাই জানত। কিন্তু কেউ কিছুই বলত না।

অস্ত্রের বিষয়ে পরিবারের লোকজন ফয়সালের কাছে জানতে চাইলে সে বলত, ঠিকাদারি করলে অস্ত্র রাখতে হয়। ফয়সালের স্ত্রী সামিয়া জিজ্ঞাসাবাদে এমন তথ্যই জানিয়েছেন পুলিশের তদন্ত কর্মকর্তাদের। সামিয়া বলেছেন, বাসার ডাইনিং টেবিলটি অস্ত্র রাখার জন্য বিশেষভাবে তৈরি করে ফয়সাল। সেখানে অস্ত্র রাখার বিষয়টি ফয়সালের মা ও বাবা জানতেন। তারা কখনো ছেলেকে এসব নিয়ে কিছু বলতেন না। এখন পর্যন্ত ফয়সালের তিনটি অস্ত্র ও বেশকিছু গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীকে ফের চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ময়নাতদন্তও সম্পন্ন হয়েছে ওসমান হাদির লাশের। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, ওসমান হাদির ময়নাতদন্ত শনিবার ১১টা ৪০ মিনিটের দিকে শেষ হয়। এর আগে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। এছাড়া হত্যাচেষ্টার মামলা হত্যা মামলায় রূপান্তর করতে ধারা সংযোজন করা হয়েছে।