বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড় পতনের মুখে পড়েছে স্বর্ণের বাজার। স্পট মার্কেটে প্রতি আউন্সে ৪ দশমিক ৯ শতাংশ কমে এক সপ্তাহের সর্বনিম্ন ৪ হাজার ১৪৩ ডলারে নেমেছে, যা ২০২০ সালের আগস্টের পর সবচেয়ে বড় পতন। এর আগের দিন, সোমবার স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ২১ ডলারে পৌঁছেছিল।
এদিকে, বিশ্ববাজারে দাম কমায় দেশের বাজারেও কমতে পারে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সূত্রে জানা গেছে, বিশ্ববাজারে দাম কমলে এর প্রভাব পড়ে দেশের বাজারেও। তাই যে কোনো সময় দেশের বাজারেও দাম কমানো হতে পারে।
সবশেষ গত ১৯ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। যা এখন পর্যন্ত দেশের বাজারে সর্বোচ্চ। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৭ হাজার ৮৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। যা কার্যকর হয়েছে গত ২০ অক্টোবর থেকে।